• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

তালাবদ্ধ ঘরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২২, ১২:০৩ পিএম
তালাবদ্ধ ঘরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে এক নারী পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জানুয়ারি) রাত ১০টার দিকে মিজমিজি পূর্বপাড়া এলাকায় মদিনা মসজিদসংলগ্ন হক ভিলার নিচতলা থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

পারিবারিক কলহের জেরে হত্যার পর লাশ ঘরে তালাবদ্ধ করে স্বামী সোহাগ পালিয়ে গেছেন বলে অভিযোগ নিহতের পরিবারের।

নিহত মুক্তা বেগম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানাধীন খড়মপুর গ্রামের মো. খোকন মিয়ার মেয়ে। তারা দীর্ঘদিন ধরে মো. শহিদুল্লাহ মালিকানাধীন হক ভিলার নিচতলায় ভাড়া থাকতেন।

মুক্তা আদমজী ইপিজেডের অনন্ত গার্মেন্টে এবং স্বামী সোহাগ সিদ্ধিরগঞ্জপুল এলাকাস্থ মজিব ফ্যাশনে চাকরি করতেন।

বাড়িওয়ালা মো. শহিদুল্লাহ বলেন, “সোমবার সন্ধ্যার পর নিহতের খালা ফোন করে জানান মুক্তার স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে। পরে আমরা মেয়ের চাচাকে ফোন করে বিষয়টি জানিয়েছি।”

তবে ওই দম্পতিকে কখনো পারিবারিক কলহ করতে দেখিনি বা শুনিনি।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, “খবর পেয়ে ঘরের তালা ভেঙে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় ওই নারীকে দেখতে পাই। চোখে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে নিহতের স্বামী পলাতক। তার সন্ধানে নেমেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত চলছে।”

Link copied!