• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জয়পুরহাটে শিবির নেতা গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০৯:২৪ এএম
জয়পুরহাটে শিবির নেতা গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুরে গোপন বৈঠকের সময় মো. সাখাওয়াত হোসেন ওরফে সুইট (৩০) নামের ছাত্র শিবিরের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার গোপিনাথপুর ভানুরকান্দা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাত সাড়ে ১০টায় পুলিশ সুপার মাছুম আহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার  মো. সাখাওয়াত হোসেন আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ভানুরকান্দা এলাকার রেজাউল করিমের ছেলে এবং জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। 

পুলিশ সুপার জানান, ছাত্র-শিবিরের কিছু উগ্রবাদী সদস্য নাশকতা মূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর ভানুরকান্দা এলাকায় গোপন বৈঠক করছিল। এই তথ্যের ভিত্তিতে আক্কেলপুর থানা পুলিশ সেখানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা ছুটাছুটি করে পালানোর সময় সাখাওয়াত হোসেন সুইটকে গ্রেপ্তার করা হয়।

মাছুম আহাম্মদ আরও জানান, সুইট অজ্ঞাতনামা ২০ জনের নাম-ঠিকানা জানায়। তারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করাসহ সরকারকে বেকায়দায় ফেলতে নাশকতা ও অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড পরিচালনা করার উদ্দেশ্যে প্রস্তুতি ও পরিকল্পনা করছিল। ইতোপূর্বেও সুইটের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Link copied!