সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বাবনা এলাকায় জ্বালানি তেলের গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। তবে অল্পের জন্য রক্ষা পেয়েছে পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির তেলের দুটি ডিপো।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ১০টার দিকে আগুন লাগলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগেই আগুনে তেলের গোডাউন ও এর পাশে থাকা দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।
জানা যায়, রাত সোয়া ১০টার দিকে একটি সিলিন্ডারের দোকানে আগুনের শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। যে দোকানে আগুন লেগেছে তার পাশেই গ্যাসভর্তি সিলিন্ডার নিয়ে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এছাড়া পাশেই রয়েছে যমুনা ও পদ্মা কোম্পানির ডিপো।
তবে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় যমুনা ও পদ্মা অয়েল কোম্পানির দুই ডিপো বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেটের উপসহকারী পরিচালক খন্দকার সানাউল হক জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ জানার কাজ চলছে।
তবে ক্ষতিগ্রস্তরা জানান, যমুনা ওয়েল কোম্পানির গাড়ি থেকে একটি তেলের গোডাউনে তেল আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়।