• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জেলের জালে ১০ মণ ওজনের শাপলা মাছ


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ১০:৪৬ এএম
জেলের জালে ১০ মণ ওজনের শাপলা মাছ

পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে এক জেলের জালে ধরা পড়েছে ১০ মণ ওজনের শাপলা পাতা মাছ। 

বুধবার (২৯ ডিসেম্বর) দুপুরে মাছটি আলীপুরের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। 

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামের বাঁশখালী থেকে একটি ট্রলার ওই মাছটিকে নিয়ে আসে। পরে স্থানীয় মহেশখালী ফিশের মালিক ইউসুফ ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬৫ হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।  

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, শাপলা পাতা মাছ ধরা এবং বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ বিষয়ে জেলেদের মধ্যে সচেতনতা কার্যক্রম অব্যাহত রয়েছে।

Link copied!