ফেনীর মোহাম্মদ আলী বাজার থেকে ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ ৪৭ ড্রাম মবিল ও ৪ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ সময় গ্রেপ্তার করা হয় তিন ছিনতাইকারীকে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলম মোল্লা। এরআগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে কাভার্ড ভ্যানসহ ছিনতাইকারী চালককে আটক করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়েজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ বদরুল মোল্লা জানান, ট্রাকচালক মোহাম্মদ ফারুক বাবলু ৭ ফেব্রুয়ারি রাত ১২টায় মোহাম্মদ আলী বাজারস্থ মেগা লুব্রিকেন্টস নামক প্রতিষ্ঠানের প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ৫০ ড্রাম মবিল নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।
পরে তিনি ফোন বন্ধ করে কাভার্ড ভ্যানটি নিয়ে অন্যত্র লাপাত্তা হয়ে যান। বিষয়টি বুঝতে পেরে প্রতিষ্ঠানের মালিক সুনীল চক্রবর্তী ১০ ফেব্রুয়ারি ফেনী মডেল মামলা করেন।
সাঁড়াশি অভিযান চালিয়ে চালকসহ ছিনতাইকৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ দেখতে পায় গাড়িটির নাম্বার প্লেটসহ রং পরিবর্তন করে মালামাল অন্যস্থানে বিক্রি করে ফেলা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা আরও বলেন, আটক চালক ওমর ফারুক বাবলুকে জিজ্ঞাসাবাদে জানা যায় মবিলগুলো নোয়াখালী, লক্ষ্মীপুর ও হাতিয়া এলাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। পরে সেসব এলাকায় অভিযান পরিচালনা করে ৪৭টি মবিল ড্রামসহ নগদ ৪ লাখ ৯ হাজার উদ্ধার করে পুলিশ। এ সময় আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার আসামিরা হলেন নোয়াখালীর হাতিয়া থানার বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক বাবলু, তার সহযোগী একই এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে সাইফুল ইসলাম ও লক্ষ্মীপুরের রামগতি থানার সেরাজুল হকের ছেলে জহিরুল হক।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সদর সার্কেল অং প্রু মার্মা, সোনাগাজী সার্কেল মাসকুর রহমান, ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিনসহ পুলিশ কর্মকর্তারা।