• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৮:৩৩ এএম
ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা নয়ন শেখকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।নিহত নয়ন শেখ শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে। তিনি কাওরাইদ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।

স্থানীয়রা জানান, শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের কাওরাইদ গ্রামের খাইরুল মীর (৩৫) যুবলীগ কর্মী। দুপুরে খাইরুলের ছেলে অনুভব মীর (১৪) স্থানীয় কাওরাইদ কে এন উচ্চবিদ্যালয় মাঠে ক্রিকেট খেলতে যান। সেখানে পাশের বেলদিয়া গ্রামের এক ছেলের সঙ্গে তার বিবাদ হয়। পরে ওই ছেলেসহ অন্যরা ছাত্রলীগ নেতা নয়ন শেখের কাছে অনুভবের বিরুদ্ধে অভিযোগ করে। পরে নয়ন শেখ বাড়ি থেকে অনুভবকে কাওরাইদ ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে এনে শাসন করে ছেড়ে দেন।

অভিযোগ করে নিহতের বড় ভাই রতন শেখ জানান, অনুভবের বাবা খাইরুল ওই কার্যালয়ে গিয়ে নয়ন শেখের সঙ্গে এই বিষয়ে বাগ্‌বিতণ্ডা করেন। একপর্যায়ে নয়ন শেখ চেয়ার দিয়ে খাইরুলের মাথায় আঘাত করেন। খাইরুল গুরুতর আহত হন। ওই সময় খাইরুলের লোকজন লাঠিসোঁটা নিয়ে নয়ন শেখকে ধাওয়া করেন। নয়ন শেখ আওয়ামী লীগ কার্যালয়ের পেছন দিয়ে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে বেধড়ক মারধর করেন। ঘটনাস্থলেই নিহত হন নয়ন শেখ। পরে নয়নের লাশ ইউনিয়ন আওয়ামী লীগের ওই কার্যালয়ের পার্শ্ববর্তী পুকুর থেকে উদ্ধার করা হয়। 

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ জানান, নিহতের মাথায় ধারালো অস্ত্রের আঘাতসহ শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। রাতেই নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমতিয়াজ মাহফুজ।

Link copied!