• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২২, ০২:০৪ পিএম
গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কিশোরগঞ্জের ভৈরবে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ মার্চ) বেলা পৌনে ১২টায় ভৈরব থানাধীন সৈয়দ নজরুল ইসলাম সেতুর পশ্চিম প্রান্তের ঢাল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন টাঙ্গাইল জেলার মধুপুরের কাকরাইদ গ্রামের তোতা মিয়ার ছেলে আবুল কালাম (৩০) ও গোপিদিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. শাহিন মিয়া (২১)।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ভৈরব থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

Link copied!