• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

গণসংহতির মিছিলে পুলিশের বাধা


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৭:০৩ পিএম
গণসংহতির মিছিলে পুলিশের বাধা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙতে জনগণের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে পাবনায় গণসংহতি আন্দোলনের বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এসময় ব্যানার ফেস্টুন কেড়ে নেওয়া হয়।

বুধবার (২ মার্চ) দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণসংহতি জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন আদালত চত্বরে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সদর উপজেলার সংগঠক মির্জা রানার সভাপতিত্বে বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসনাইন বাবু, জেলা সংগঠক কামরুল হাসান লিটন, বেড়া উপজেলা সদস্য সচিব সানোয়ার, ছাত্র ফেডারেন বেড়া উপজেলার আহ্বায়ক লিমন সরকার প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন ভোজ্য তেল, চাল, ডাল, চিনি ও লবণসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে লাগামীনভাবে। আর বাণিজ্যমন্ত্রী বলছেন তার কিছুই করার নাই। তাহলে তিনি জনগণের পয়সা অপচয় করে পদ ধরে রেখেছেন কেন? ব্যর্থতার দায় স্বীকার করে অবিলম্বে তার পদত্যাগ করা উচিত। ভোজ্যতেল ও চালসহ নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি করছে সরকারি মদদপুষ্ট সিন্ডিকেট দল।

বিক্ষোভ শেষে মিছিল নিয়ে শহরের দিকে যাওয়ার সময় জেলা স্কুলের সামনে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। পুলিশ সদস্যরা ব্যানার ফেস্টুন কেড়ে নেয় এবং সংগঠকদের মোবাইল কেড়ে নিয়ে ছবি মুছে ফেলতে বাধ্য করে। এর প্রতিবাদ করলে ছাত্র ফেডারেশন বেড়া উপজেলার আহ্বায়ক লিমন সরকারকে আটক করে এবং পরবর্তীতে ছেড়ে দেয়।

Link copied!