গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় আরও ২৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১০০ জনই বিদেশগামী। এই সময়ের মধ্যে জেলায় ১ হাজার ১৩২ জন করোনার পরীক্ষা করিয়েছেন। জেলায় শনাক্তের হার ৪০ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে কুমিল্লা নগরীতে ১০৬ জন। পরের অবস্থানেই আছে লাকসাম ২৪ ও চান্দিনায় ২৩ জন।
শনিবার (২৯ জানুয়ারি) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এসব তথ্য পাওয়া গেছে।
জানা যায়, কুমিল্লা জেলায় শুরু থেকে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৯৬৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ৪৪১ জন। জেলায় মোট প্রাণহানির সংখ্যা ৯৬০।
কুমিল্লার ডেপুটি সিভিল ডা. সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী জানান, কুমিল্লায় এখন পর্যন্ত করোনা শনাক্তের যে হার, তা স্বাভাবিকভাবেই ঊর্ধ্বমুখী। যে হারে বাড়ছে, সে পরিস্থিতিতে বলা যায়, সেটি ওমিক্রন হতে পারে।
জনস্বাস্থ্যবিদ ডা. নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, এই মুহুর্তে স্বাস্থ্যবিধি মানা সবচেয়ে বেশি জরুরি।