• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ইয়াবাসহ সাবেক ফুটবলার গ্রেপ্তার


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৬, ২০২২, ০৮:৫৫ এএম
ইয়াবাসহ সাবেক ফুটবলার গ্রেপ্তার

কক্সবাজারের সাবেক ফুটবলার খালেদ মোশারফসহ (৪৩) দুইজনকে ইয়াবাসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শুক্রবার (২৫ মার্চ) বিকেলে শহরের হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল গ্রিন প্যালেসের একটি কক্ষ থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম। 

নুরুল আলম জানান, বিকেলে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে গ্রিন প্যালেসের একটি কক্ষে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক খালেদ মোশারফের বাড়ি সদর উপজেলার চান্দেরপাড়ায়। তিনি সাবেক ফুটবলার বলে জানা গেছে। আটক অপরজনের নাম মো. হোসাইন (৩২)। তার বাড়ি কক্সবাজার শহরের সৈকতপাড়া এলাকায়।

ওই কর্মকর্তা আরও জানান, আটক দুইজনকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

খালেদের পরিচয় নিশ্চিত হতে যোগাযোগ করা হলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সদস্য জসিম উদ্দীন বলেন, “এই নামে আমি একজনের কথা জানি, যিনি একসময় জেলা ফুটবল দলের হয়ে খেলতেন। গোলকিপার ছিলেন।”

Link copied!