• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্রসহ আরসার ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৩:২৬ পিএম
অস্ত্রসহ আরসার ৩ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের শরীরে তল্লাশি চালিয়ে দেশীয় পিস্তল ও দুইটি কার্টুজ উদ্ধার করা হয়। তারা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য।

সোমবার (১৩ ডিসেম্বর) ভোররাতে ক্যাম্প-৪, ব্লক-ই-১৪ এর জোবায়ের মোহাম্মদের বসতঘর থেকে তাদের আটক করে ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) মধুরছড়া ক্যাম্পের সদস্যরা।

আটককৃতরা হচ্ছেন জোবায়ের মোহাম্মদ (২২), মো. আয়াছ (২২) ও আয়াত উল্লাহ (২৫)।

১৪ এপিবিএনের অধিনায়ক মো. নাইমুল হক জানান, অস্ত্রসহ কয়েকজন সন্ত্রাসীর অবস্থানের খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় পলায়নকালে ৩ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃতরা তথাকথিত আরসার সদস্য বলেও জানান তিনি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ অস্ত্রসহ আটককৃতদের উখিয়া থানায় সোপর্দ করে মামলার প্রক্রিয়া চলছে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!