• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

অস্ত্র, মাদকসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৫, ২০২২, ১০:৪৮ এএম
অস্ত্র, মাদকসহ ২০ মামলার আসামি গ্রেপ্তার

জয়পুরহাটের গাড়িয়াকান্ত এলাকা থেকে ডাবলু (৩৫) নামের হত্যা, ডাকাতি, মাদকসহ ২০টি ওয়ারেন্টভুক্ত মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ধারালো তলোয়ার, একটি বার্মিজ চাকু ও ৩০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে জয়পুরহাট সদরের গাড়িয়াকান্ত এলাকার পুকুরপাড়ের একটি পাহারা দেওয়ার ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ডাবলু নওগাঁ জেলার ধামুরহাটের ধুরইল গ্রামের আবুল কাশেমের ছেলে।

জয়পুরহাটের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিষয়টি নিশ্চিত করে জানান, আসামি দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও ছিনতাই করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ডাবলু গাড়িয়াকান্ত এলাকায় আছে। সেই সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ডিবি পুলিশের সদস্যরা বৃহস্পতিবার রাত ৮টার দিকে তাকে গ্রেপ্তার করেন।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!