• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
সিলেট

অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক


সিলেট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৫:৩২ পিএম
অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক

সিলেটে মঙ্গলবার (২২ মার্চ) ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের (শ্রমিক কর্মবিরতি) ডাক দিয়েছে জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (২০ মার্চ) দুপুরে সংগঠনের যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আকবর রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।

আলী আকবর জানান, ২০ মার্চের মধ্যে পূর্বঘোষিত চার দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় এ কর্মসূচির ডাক দিয়েছেন তারা। ইউনিয়নের এক জরুরি সভায় এ কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চার দফা দাবির মধ্যে রয়েছে— সড়ক দুর্ঘটনাজনিত মামলায় চালককে জামিন প্রদান করতে হবে, ড্রাইভিং লাইসেন্স নবায়নে ডোপ টেস্ট বাতিল করতে হবে, নতুন ও নবায়ন ড্রাইভিং লাইসেন্স দ্রুত সময়ে দিতে হবে, একই সঙ্গে পুরাতন লাইসেন্স নবায়নের জন্য বন্ধ থাকা ফিঙ্গার নেওয়া পুনরায় চালু করতে হবে, সরকারি খাস জমিতে গাড়ি পার্কিংয়ের স্থান প্রদান করতে হবে এবং ভুল পার্কিং ও রেকারিং মামলা বন্ধ করতে হবে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি একই দাবিতে দক্ষিণ সুরমার কদমতলী টার্মিনাল এলাকায় মানববন্ধন করেন শ্রমিক ইউনিয়ন। গত ৫ মার্চ জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট দপ্তরে চার দফা দাবিতে স্মারকলিপি দেন পরিবহন শ্রমিক নেতারা। সে স্মারকলিপিতে ২০ মার্চের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন না হলে ২১ মার্চ থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Link copied!