• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েক কারখানায় ছুটি


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৫, ১২:৫২ পিএম
শ্রমিকদের মহাসড়ক অবরোধ-গাড়িতে আগুন, কয়েক কারখানায় ছুটি
ঘটনাস্থল। ছবি : সংগৃহীত

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় আফসানা আক্তার লাবনী (৩০) নামে নারী শ্রমিকের আত্মহত্যার জেরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এ সময় তারা কারখানার একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন।

সোমবার (৩ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এক পর্যায়ে কারখানার একটি গাড়ি বাইরে এনে আগুন দেন তারা। এতে বেশ কিছুক্ষণ মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

আফসানা আক্তার লাবনী ময়মনসিংহের নান্দাইল থানার পাঁচরুখী এলাকার আফসার আলীর মেয়ে।

জানা যায়, রোববার (২ মার্চ) মহানগরীর ভোগরা এলাকায় প্যানারোমা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানায় একজন নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। সেটি জানাজানি হলে সোমবার সকাল ৮টার দিকে কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। বিক্ষোভের একপর্যায়ে শ্রমিকরা ভোগরা বাইপাস ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে। একপর্যায়ে শ্রমিকরা কারখানার ভেতরে থাকা একটি গাড়ি বাইরে টেনে এনে মহাসড়কের ওপর আগুন দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার জহিরুল ইসলাম।

জহিরুল ইসলাম বলেন, “রোববার তাদের নারী শ্রমিক ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। বলা হয়েছিল স্বামীর সঙ্গে ঝামেলার কারণে আত্মহত্যা করেছে। রোববার তারা কিছু বলেনি। বিকেল পর্যন্ত কাজ করে চলে গেছে। সোমবার সকালে হঠাৎ করে এসে বলছে ছুটি দেওয়া হয়নি, তাই ওই নারী আত্মহত্যা করেছে। এই বলে গ্যাঞ্জাম করে আশপাশের কারখানাগুলোতেও ছুটি নিয়েছে। প্রায় ৬-৭টি কারখানা ছুটি ঘোষণা করেছে।”
তথ্য : বাংলাদেশ প্রতিদিন

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!