চট্টগ্রামের রাউজান উপজেলায় নিখোঁজের চার দিন পর শৌচাগারের নালা থেকে রোকসানা আকতার (২৮) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের পাঠান পাড়া গ্রামে শৌচাগারের নালা থেকে লাশটি উদ্ধার করা হয়।
রোকসানা আকতার ওই গ্রামের মুহাম্মদ আজমের (৪০) স্ত্রী। রোববার (২৭ নভেম্বর) সকালে শ্বশুরবাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি। এ ঘটনায় সোমবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন আজম।
নিহত রোকসানার বাবার বাড়ির লোকজন জানান, ২০১৫ সালে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাচা শাহ গ্রামের মুহাম্মদ মফিজের মেয়ে রোকসানার সঙ্গে রাউজান উপজেলার বাসিন্দা মুহাম্মদ আজমের বিয়ে হয়। আজমদের জমিজমা দেখভাল করতেন তার মামা ইসহাক ইউসুফ। সম্প্রতি জমি বিক্রির ২০ লাখ টাকা আজমদের না দিয়ে ইসহাক আত্মসাৎ করেন। এ নিয়ে দুই পরিবারে বিরোধ দেখা দেয়। এর জেরে ২৫ নভেম্বর আজমের বাড়িতে ঝগড়া বাধে ও মারামারি হয়। গৃহবধূ রোকসানার মা জান্নাতুল ফেরদৌসকে আটকে রেখে মারধরও করা হয়। পরে রোববার থেকে গৃহবধূ রোকসানা নিখোঁজ হন।
রোকসানার বোন তাহমিনা আকতার জানান, তার বোনের স্বামী আজমের মালিকানাধীন ২০ লাখ টাকার জমি সম্প্রতি বিক্রি করে দেন তার মামা ইসহাক ইউসুফ। এ নিয়ে প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। মূলত এ ঘটনা নিয়েই তার বোনকে হত্যা করেছেন ইসহাকেরা।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন গণমাধ্যমকে জানান, শুক্রবার ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, গৃহবধূকে হত্যা করে লাশ গুম করার জন্য বাড়ির পেছনে শৌচাগারের ঢাকনা দেওয়া নালার ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।