ফেনীতে স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় আহসান উল্যাহ (৫০) নামের এক ব্যক্তিকে পাঁচ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১৬ আগস্ট) দুপুরে ফেনীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউসুফ এ রায় প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
আহসান উল্যাহ ফেনীর দাগনভূঞা উপজেলার বাতশিরি গ্রামের মৃত আনা মিয়ার ছেলে।
আদালত সূত্রে জানা যায়, এ মামলায় ১০ জন সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
ফেনী জজ কোর্টের এপিপি দ্বীজেন্দ্র কুমার কংশ বণিক জানান, দাগনভূঞা উপজেলার বাতশিরি গ্রামের আহসান উল্যাহ তার স্ত্রী খোদেজা বেগমকে নির্যাতন করতেন। বারবার তাকে বিষ খেয়ে আত্মহত্যা করার জন্য প্ররোচনা করছিলেন। পরে ২০১৩ সালের ১৪ সেপ্টেম্বর খোদেজা বেগম বিষ খেয়ে আত্মহত্যা করেন। এ ঘটনার পরের দিন তার বোন ছায়েরা খাতুন বাদী হয়ে আহসান উল্যাহকে আসামি করে আদালতে মামলা করেন।