• ঢাকা
  • বুধবার, ০৯ জুলাই, ২০২৫, ২৫ আষাঢ় ১৪৩২, ১৩ মুহররম ১৪৪৬

ট্রেনে কাটা পড়ে স্ত্রী ও ২ শিশু মৃত্যু, স্বামী গ্রেপ্তার


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩, ০৮:৩৪ পিএম
ট্রেনে কাটা পড়ে স্ত্রী ও ২ শিশু মৃত্যু, স্বামী গ্রেপ্তার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার স্ত্রী ও দুই শিশুর মৃত্যুর ঘটনায় স্বামী রাশেদুজ্জামানকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) তাকে জেল হাজতে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। নিহতের বাবা আজিজুল ইসলাম বাদী হয়ে ওইদিনই জেলা রেলওয়ে থানায় স্বামী ও শাশুড়িকে আসামি করে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

নিহতরা হলেন উপজেলার রহমানপুর ধবসুতি এলাকার রাশেদুজ্জামানের স্ত্রী সুমি আক্তার (২৮), সাত বছরের মেয়ে তাসমিরা তাবাসুম তাসিন ও দুই বছরের ছেলে তৌহিদ।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে শুক্রবার সকালে সুমি তার দুই সন্তানকে নিয়ে ঘুণ্টি এলাকায় রেললাইনে হাঁটছিলেন। ওই সময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী একটি লোকাল ট্রেনের নিচে ঝাঁপ দেন তারা। ঘটনাস্থলেই সুমি ও মেয়ে তাসিন মারা যান। ছেলে তৌহিদকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ বিষয়ে জেলা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলী বলেন, স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পরে দুই শিশু সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দেন সুমি। নিহতের বাবার করা মামলায় রাতেই স্বামী রাশেদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

শাশুড়ি রাশেদা বেগম পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের অভিযান চলছে।

Link copied!