কয়েক দিনের টানা বৃষ্টিতে জয়পুরহাটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। পানিতে ডুবে গেছে জয়পুরহাট শহরের প্রধান সড়ক। অতি বৃষ্টির কারণে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা কাজের সন্ধানে বের হতে পারছেন না। এতে ভোগান্তিতে পড়েছেন তারা। জমিতে পানি জমে ক্ষতির মুখে পড়েছে কৃষকরা।
অতি বৃষ্টির কারণে প্রকৃতিকভাবে রোপা আমন ধানের পোকাদমনে উপকার হলেও জেলার আগাম শীতকালীন সবজির ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। চলতি মৌসুমে শীতকালীন সবজি হিসেবে মুলা, মরিচ, শিম, লাউ, ফুলকপি, বাঁধাকপি লাগানো হলেও জমিতে পানি জমে থাকায় তা নষ্ট হতে শুরু করেছে। এতে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা।
পাঁচবিবি উপজেলার ধরঞ্জী গ্রামে কৃষক রোস্তম আলী বলেন, “আমি এক বিঘা জমিতে মুলা চাষ করেছিলাম। এবার জমিতে ভাল মুলা হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু কয়েকদিনের অতি বৃষ্টিতে জমিতে পানি জমে থাকায় মুলার ক্ষতি হচ্ছে।”
একই গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, “লাভের আশায় কচু তুলে আগাম মরিচ চাষাবাদ করেছিলাম। কিন্তু পানির কারণে সর্বনাশ হয়েছে “
উপজেলার খাসবাট্টা গ্রামের কৃষক মিনাজুল ইসলাম বলেন, “এবার ২ বিঘা জমিতে আগাম বাঁধাকপি চাষ করেছিলাম। টানা বৃষ্টির কারণে বাঁধাকপির চারা নষ্ট হয়ে যাচ্ছে।”
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক রাহেলা পারভীন বলেন, বৃষ্টিতে আমন ফসলের অনেক উপকার হয়েছে। তবে আগাম সবজি চাষিরা একটু বেকায়দায় পড়েছেন। বৃষ্টিতে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে নজর রাখা হয়েছে। দ্রুত পানি নিষ্কাশনের জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। তারপরও কারো ফসলের ক্ষতি হলে তাকে প্রণোদনার ব্যবস্থা করা হবে।