ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৪ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছনুয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নোয়াখালী সেনবাগ উপজেলার মো. হানিফের ছেলে আরাফাতুর রহমান (১২) ও ফেনী সদর উপজেলার টঙ্গীর পাড় গ্রামের মো. মোস্তফার ছেলে আব্দুর রহিম (৪০)।
পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে আবদুর রহিম বাড়ি থেকে মোটরসাইকেলে করে মহাসড়কের লালপুল এলাকায় তার দোকানে যাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটি ছনুয়া টঙ্গীরপাড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে আবদুর রহিম সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
অপরদিকে চট্টগ্রাম থেকে মালামাল নিয়ে একটি পিকআপ ভ্যান কুমিল্লার দিকে যাচ্ছিল। পিকআপ চালকের ছেলে আরাফাতুর রহমান শখের বসে বাবার সঙ্গে পিকআপে ওঠেন। পথিমধ্যে পিকআপটি ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় পৌঁছালে একটি ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে পিকআপটি সড়কের পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে পাশের গর্তে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্কুলছাত্র আরাফাত নিহত ও তার বাবা গুরুতর আহত হন।
এ বিষয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ খান চৌধুরী শিশুসহ দুইজন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































