• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ০৫:১৭ পিএম
কুড়িগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে পুকুরের পানিতে ডুবে সোহানা আক্তার (৭) ও রোকসানা আক্তার (৮) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার খুলিয়াতারী গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার চাকিরপশার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহানা উপজেলার মেদনী কিতাব খাঁ গ্রামের সোলাইমান আলীর মেয়ে ও রোকসানা খুলিয়াতারী গ্রামের রিপন মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, সকলের অগোচরে খেলতে খেলতে দুই শিশু বাড়ির সামনের পুকুরে পড়ে যায়। পরে তাদের খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরে দুটি মরদেহ পানিতে ভাসতে দেখেন এক শিশুর মা। এ সময় তার চিৎকারে স্থানীয়রা এসে সোহানা ও রোকসানার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শনের পর বিস্তারিত জানা যাবে।” 
 

Link copied!