সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরের পানিতে ডুবে রাফি (৬) ও সৌরভ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ আগস্ট) সকালে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মতি মার্কেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফ হোসেন।
রাফি দৌলপুর ইউনিয়নের মতিমার্কেট এলাকার এরশাদ হোসেনের ছেলে ও সৌরভ একই এলাকার হাসমতের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাফি ও সৌরভ একসঙ্গে বাড়ির পাশে খেলা করছিল। খেলতে খেলতে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা টের পেয়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, “ঘটনাটি কিছুক্ষণ আগে জানতে পেরেছি। আমরা খোঁজ খবর নিচ্ছি।”