টাঙ্গাইলে অটোরিকশা, টেম্পো, সিএনজিচালিত অটোরিকশার চালকের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে প্রায় ৩ শতাধিক পরিবহন শ্রমিককে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
এ সময় জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্না, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, টাঙ্গাইল শহর শ্রমিক দলের সভাপতি আব্দুল হালিম, বেবিস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের প্রধান উপদেষ্টা মনোয়ার হোসেন, বেবিস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক আনিসুর রহমানসহ শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
ফরহাদ ইকবাল বলেন, মাঘ মাসের হাড়কাঁপা শীতে দরিদ্র থেকে মধ্যবিত্তরা চরম কষ্টে আছে। এই কষ্ট থেকে বাঁচার জন্য তাদের পাশে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 
                
              
-20250123144702.jpg) 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































