• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

যমুনার পানি বিপৎসীমা ছুঁইছুঁই


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ০৮:২৬ পিএম
যমুনার পানি বিপৎসীমা ছুঁইছুঁই

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বেড়ে বিপৎসীমার মাত্র ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুই-একদিনের মধ্যে বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা রয়েছে।

তবে এ দফায় ভারী বন্যার আশঙ্কা নাকচ করেছে পানি উন্নয়ন বোর্ড। এদিকে পানি বাড়ায় যমুনা নদীর চরাঞ্চলের ফসলি জমি প্লাবিত হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৭৪ মিটার। ২৪ ঘণ্টায় ৯ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ১৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১২ দশমিক ৯০ মিটার)।

অপরদিকে কাজিপুরের মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪৬ মিটার। গত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা: ১৪ দশমিক ৮০ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাহবুবুর রহমান জানান, যমুনার পানি আরও দুই-তিনদিন বাড়বে। বিপৎসীমাও অতিক্রম করবে। তবে এ দফায় বড় বন্যার কোনো আশঙ্কা নেই।  

Link copied!