• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫

হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক


দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২৩, ০৮:৩৭ পিএম
হেরোইনসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

দিনাজপুরের বিরলে পৌনে চার কোটি টাকার হেরোইনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক খান এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন।  

আটকরা হলেন দিনাজপুর শহরের পাক পাহাড়পুর এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে ফাহিমুর রহমান ফান্টু (২০), রামনগর এলাকার হাবিবুর রহমানের দুই ছেলে সোহেল রানা (২৫) ও শাহীন কবির (২২)।

আব্দুর রাজ্জাক খান বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলার বিরল উপজেলার ফাতেমা বেগমের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩ জনকে আটক করে মৌখিক জিজ্ঞাসাবাদ করলে মাদক ব্যবসায় সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির আঙ্গিনার মাটি খুঁড়ে ১ কেজি ৫০৭ গ্রাম হেরোইন, ৩টি ৩ ফুটের বড় ছোরা, একটি চাইনিজ কুড়াল জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের বাজার মূল্য প্রায় ৩ কোটি ৭৫ লাখ। আটকদের বিরল থানায় সোপর্দ করে একটি মাদকদ্রব্য ও একটি অস্ত্র আইনে মামলা করা হবে। এ ঘটনায় মাদক রক্ষনাবেক্ষনের মূল হোতা ফাতেমা বেগম (৪৫) পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।” 

Link copied!