পঞ্চগড়ের বোদা উপজেলায় শ্বশুরবাড়ি থেকে মনি (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বেংহারী ইউনিয়নের কাটাবাড়ী নতুনবস্তী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
মনি একই গ্রামের শরিফুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই বছর আগে একই উপজেলার পাইকপাড়া গ্রামের তোয়াবুর রহমানের মেয়ে মনির সঙ্গে বিয়ে হয় কাটাবাড়ী নতুনবস্তী গ্রামের ফরিদের ছেলে শরিফুল ইসলামের। বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে ছিল। শনিবার সকালে প্রতিবেশীরা শরিফুলের বাড়িতে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় মনি মৃত পড়ে আছেন। খবর পেয়ে পুলিশ মরদেহের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য দুপুরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন। ঘটনার পর থেকে নিহতের স্বামী শরিফুল ও তার বাবা ফরিদ হোসেন পলাতক।
নিহত গৃহবধূ মনির বাবা তোয়াবুর রহমানের দাবি, তার মেয়েকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর মূল কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    





































