দিনাজপুরের চিরিরবন্দরে আইরিন আক্তার আলো (২৩) নামের এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার নশরতপুর ইউনিয়নের রানীরবন্দর এলাকার পার্শ্ববর্তী ইছামতি নদীসংলগ্ন একটি ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের ধারণা এটি হত্যাকাণ্ড।
আইরিন আক্তার রানীবন্দর এলাকার আলম হোসেনের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে চিরিরবন্দর থানার উপপরিদর্শক (এসআই) নুর আলম বলেন, “সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। এ সময় আমরা মরদেহের দুই হাত ওড়না দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পাই। জানতে পেরেছি তার দুটো বিয়ে হয়েছিল। তবে তিনি তালাকপ্রাপ্ত।”
এসআই নুর আলম আরও বলেন, মরদেহ প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে। এই ঘটনায় নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।