• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৪ জমাদিউস সানি ১৪৪৬

টেকনাফে রকেট বোমা-গ্রেনেড কম্পাসসহ আটক ১


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৪, ০৭:১৪ পিএম
টেকনাফে রকেট বোমা-গ্রেনেড কম্পাসসহ আটক ১
উদ্ধার অস্ত্র-গোলাবারুদসহ মো. শফিউল আলম। ছবি : সংগৃহীত

মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ মো. শফিউল আলম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি।

রোববার (২০ অক্টোবর) ভোরে টেকনাফ জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ২৪০ রাউন্ড রাইফেলের গুলি, একটি রকেট বোমা, ২টি গ্রেনেড এবং একটি কম্পাস জব্দ করা হয়।

আটক ব্যক্তি টেকনাফ শাহপরীরদ্বীপ জালিয়াপাড়া এলাকার মৃত সুলতান আহমেদের ছেলে।

তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

মহিউদ্দীন আহমেদ জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারকালে অভিযান চালিয়ে অস্ত্র-গোলাবারুদসহ মো. শফিউল আলম (৫৫) নামে একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসা স্বীকার করেছেন তিনি মায়ানমার থেকে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ করেছিল।

আটক আসামিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বিজিবির এই কর্মকর্তা।

Link copied!