• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘ক্ষমা করে দিও’ লিখে স্কুলছাত্রের আত্মহত্যা


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৮:৪৩ পিএম
‘ক্ষমা করে দিও’ লিখে স্কুলছাত্রের আত্মহত্যা

বাবা মোটরসাইকেল কিনে দিতে ব্যর্থ হওয়ায় সাতক্ষীরায় হোস্টেলের দেওয়ালে ‘ক্ষমা করে দিও’ লিখে জিসান (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার (৩ নভেম্বর) রাতে কালিগঞ্জ উপজেলার নলতা হাইস্কুলের হোস্টেলে এ ঘটনা ঘটে।

জিসান দেবহাটা উপজেলার সিয়া পাড়া গ্রামের ওয়াহিদুজ্জামানের ছেলে। সে হাদিপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিলে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের স্বজনরা জানান, জিসান তার বাবার কাছে দীর্ঘ দিন ধরে বাইক কিনে দেওয়ার আবদার করছিল। দরিদ্র বাবা মোটরসাইকেল কিনে দিতে ব্যর্থ হওয়ায় রোববার রাতে জিসান গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। তার বাবা মা বর্তমানে ভারতের তামিল নাড়ুতে অবস্থান করছেন।

ওসি হাফিজুর বলেন, আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!