• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৩, ০৯:৫১ পিএম
মোবাইলে গেম খেলতে না দেওয়ায় স্কুলছাত্রের আত্মহত্যা

টাঙ্গাইলের সখীপুরে মোবাইলে গেম খেলতে না দেওয়ায় রোকন নামের (১৩) এক স্কুলছাত্রের আত্মহত্যার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার লাঙ্গুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রোকন লাঙ্গুলিয়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পারিবারিক সূত্রে জানা যায়, রোকন মোবাইলে গেম খেলছিল। এ সময় তার মা মোবাইলটি নিয়ে তাকে পড়তে বসতে বলেন। এতে রোকন মায়ের সঙ্গে রাগ করে। এ সময় সে চেচামেচি করে ঘরের ভেতরে গিয়ে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে তার মা এসে ডাকাডাকি করলে রোকন কোনো সারাশব্দ করে না। পরে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখে ঘরের আড়ার সঙ্গে রোকন ঝুলছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

Link copied!