• ঢাকা
  • বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১, ৬ রবিউল আউয়াল ১৪৪৬

সাঈদীর মৃত্যুতে শোক, খুলনায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ১২:৪৬ পিএম
সাঈদীর মৃত্যুতে শোক, খুলনায় ছাত্রলীগের ৩ নেতাকে অব্যাহতি

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করায় খুলনায় ছাত্রলীগের আরও তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছেও সুপারিশ করা হয়েছে।

অব্যাহতি পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন জেলা ছাত্রলীগের নির্বাহী সদস্য গাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক জুবায়ের গোলদার ও পাইকগাছা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মেহেদি হাসান।

এর আগে সোমবার রাতে একই কারণে ছাত্রলীগের ছয় নেতাকে অব্যাহতি দেওয়া হয়।

ছাত্রলীগের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া অসাম্প্রদায়িক চেতনা বহন করা একটি সংগঠন। সেই সংগঠনে নীতি ও আদর্শ ভুলে নৈতিক অবক্ষয় হওয়া কারোর স্থান নেই। সম্প্রতি নীতি-আদর্শ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

Link copied!