• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

ট্রেনের ধাক্কায় জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মচারী নিহত


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৩, ০২:০৫ পিএম
ট্রেনের ধাক্কায় জুটমিলের অবসরপ্রাপ্ত কর্মচারী নিহত

টাঙ্গাইলের ভূঞাপুরে ট্রেনের ধাক্কায় গোলাপ খান (৬৫) নামের জুটমিলের অবসরপ্রাপ্ত এক কর্মচারী নিহত হয়েছেন। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্ব-তারাকান্দি আঞ্চলিক রেললাইনের উপজেলার ফলদা ইউনিয়নের ঝনঝনানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গোলাপ খান উপজেলার ফলদা ইউনিয়নের একই গ্রামের মৃত রহমান খানের ছেলে।

নিহতের শ্যালক মতিয়ার রহমান জানান, গরমের কারণে সন্ধ্যায় বাড়ির পাশে রেললাইনের ওপর বসেছিরেন গোলাপ খান। ভূঞাপুর থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী একটি লোকাল ট্রেন ঝনঝনানিয়া পৌঁছালে বিষয়টি টের না পাওয়ায় ট্রেনের ধাক্কায় রেললাইনের পাশে ছিটকে পড়ে যান। এসময় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।

Link copied!