• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৩, ০৪:৪০ পিএম
অপহরণের দুদিন পর গৃহবধূ উদ্ধার

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অপহরণের দুদিন পর এক গৃহবধূকে (১৯) উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ এপ্রিল) এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলা হয়েছে। এর আগে, রোববার রাত ১টার দিকে গৃহবধূকে উপজেলার ৩ নম্বর চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জালাল মেম্বারের বাড়ি থেকে উদ্ধার করা হয়।  

মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালে বিয়ের পর বাবার বাড়িতে থেকে লেখপড়া করতেন ওই গৃহবধূ। কলেজে আসা যাওয়ার পথে উপজেলার চরহাজারী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে জাকের হোসেন রিয়াদ (২৫) তাকে প্রায় সময়ই উত্যক্ত করত।

 

শনিবার (৮ এপ্রিল) সকালে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রিয়াদসহ আরও ২/৩ জন যুবক তাকে অপহরণ করেন। অনেক খোঁজাখুজি করে না পেয়ে গৃহবধূর মা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে রোববার গভীর রাতে পুলিশ উপজেলার চরহাজারী ইউনিয়ন থেকে ওই গৃহবধূকে উদ্ধার করে। এ ঘটনায় গৃহবধূর মা রিয়াদসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।  

কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এস এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অপহৃত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

Link copied!