• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজশাহীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ০৩:০৭ পিএম
রাজশাহীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

বিএনপির ডাকা তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে রাজশাহীতে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।

বুধবার (১ নভেম্বর) সকাল ৭টার দিকে তানোর উপজেলার চান্দুরিয়া চৌকিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান বিক্ষোভে নেতৃত্ব দেন। উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান, যুগ্ম-সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, তানোর পৌর বিএনপির আহ্বায়ক ইকরাম আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, ইয়াসিন আলী শাহ, চান্দুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আজাদ রহমান, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক মজিবর রহমান, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রবিউল ইসলাম কুসুম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিউতুল্লাহ, উপজেলা মহিলা দলের সভানেত্রী পলি বেগমসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, “সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি।”

Link copied!