• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

প্রস্তুতি নিচ্ছিলেন মেডিকেলে ভর্তি পরীক্ষার, ডেঙ্গু কেড়ে নিল তরুণীর প্রাণ


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৩, ০৬:১২ পিএম
প্রস্তুতি নিচ্ছিলেন মেডিকেলে ভর্তি পরীক্ষার, ডেঙ্গু কেড়ে নিল তরুণীর প্রাণ

ফেনীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মাহদিয়াত রহমান ইলা (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মিজানুর রহমানের মেয়ে ইলা। তিনি ফেনী সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার ফলপ্রার্থী।

মিজানুর রহমান বলেন, মেয়েটি এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এইচএসসি পরীক্ষায়ও ভালো ফল করার সম্ভাবনা আছে। পরীক্ষা শেষে ঢাকার একটি মেডিক্যাল ভর্তি কোচিংয়ে ক্লাস করছিল ইলা। ৭ নভেম্বর সে জ্বরে আক্রান্ত হয়ে ৮ নভেম্বর গ্রামের বাড়ি ফেনীতে চলে আসে। ৯ নভেম্বর তার ডেঙ্গু শনাক্ত হলে ডাক্তার রিয়াজ উদ্দিনের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসা চলছিল। ১০ নভেম্বর রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে ১১ নভেম্বর সকালে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার আসিফ ইকবাল বলেন, ইলাকে সকাল সাড়ে ১০টার দিকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

Link copied!