• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

খোলা ড্রেনে মশার লার্ভা, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি


ফেনী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৩:২২ পিএম
খোলা ড্রেনে মশার লার্ভা, বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি
শহরের উত্তর-দক্ষিণে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন রয়েছে

ঢাকাসহ সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রাদুর্ভাব। ফেনীতেও ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। এর মধ্যে শহরের ট্রাংক রোডের অরক্ষিত ড্রেন ডেঙ্গুর ঝুঁকি আরও বাড়াচ্ছে।

ফেনী শহরের ট্রাংক রোডের দোয়েল চত্বর সংলগ্ন গোলকানন্দ, ইন বিসমিল্লাহ হোটেলের পেছনে গোবিন্দ হোটেল, পৌর যুবলীগের সভাপতি রফিক ভূঞার অফিস ও জয় গোপালের কারখানার সামনে দিয়ে উত্তর-দক্ষিণে পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন রয়েছে। কিন্তু সেই ড্রেন দিয়ে বর্ষায়ও পানি নিষ্কাশন হচ্ছে না। ময়লা-আবর্জনায় ভরাট ড্রেনটি ভাগাড়ে পরিণত হয়েছে। বিভিন্ন আবর্জনা, প্লাস্টিক-পলিথিনে বর্জ্যে ড্রেনটি এখন মৃতপ্রায়।

শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খোলা ড্রেনে পুরোনো পানি। সেসব পানিতে মশার লার্ভা কিলবিল করছে। এতে এডিস মশার প্রজনন ঝুঁকি যেমন বাড়ছে, অন্যদিকে ডেঙ্গু সংক্রমণের আশঙ্কায় দিন পার করছেন শহরের বাসিন্দারা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা গেছে, এই ড্রেনের পাশ ঘেঁষেই বহুতল ভবনে বসতি ও নানা ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, গ্রাহক, পথচারীর আনাগোনা। অথচ ডেঙ্গুর এই ভয়ঙ্কর সময়ে ড্রেনটিতে যে হারে মশার বংশবিস্তার হচ্ছে, তাতে আতঙ্কগ্রস্ত সে এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দা তাপস পোদ্দার জানান, সামান্য বৃষ্টি হলেই ড্রেন উপচে ময়লা পানি ভেসে যায়। সাধারণ লোকজনকে নোংরা পানি মাড়িয়ে চলাচল করতে হয়।

সাধনা ঔষধালয়ের নৃপেন্দ্র সরকার জানান, শহর ঘিরে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে মানুষ রয়েছে ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে। কখনো এ গলিতে পৌরসভার লোক ড্রেন পরিষ্কার করতে আসে না।

গোবিন্দ হোটেলের মালিক জানান, এখন চারদিকে ডেঙ্গুর ছড়াছড়ি। এরমধ্যে ড্রেনটিতে ময়লা পানি জমে আছে। সেখানে মশার লার্ভাও কিলবিল করছে। পৌরসভার সুইপার থাকলেও ড্রেনটি কখনো পরিষ্কার করা হয় না।

স্থানীয় ব্যবসায়ী কার্তিক ঘোষ বলেন, ড্রেনের পানি নিষ্কাশন না হওয়ায় সব শ্রেণিপেশার মানুষের চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিষয়টি একাধিকবার পৌর মেয়রের নজরে আনা হয়েছে। কিন্তু ড্রেনটি সচল বা পরিষ্কার করতে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।

ফেনী পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডা. কৃষ্ণপদ সাহা জানান, ট্রাংক রোডের পাশে দীর্ঘদিনের পুরোনো ড্রেনটি নির্মাণে ত্রুটি থাকায় অকার্যকর হয়ে পড়ে। পুরোনো ড্রেন ভেঙে নতুন করে ড্রেন নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ড্রেনটি পরিষ্কার করা হবে।

ডেঙ্গু বিস্তার রোধে পৌরসভা ব্যাপক কার্যক্রম চালাচ্ছে উল্লেখ করে ডা. কৃষ্ণপদ সাহা আরও বলেন, “ওয়ার্ডভিত্তিক মশক নিধন কার্যক্রম চলমান। প্রতিনিয়ত সব ওয়ার্ডে মশার ওষুধ দিচ্ছি। ঝোপঝাড় পরিষ্কার বা বদ্ধ পানি অপসারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তারাও রুটিন মাফিক কাজ করছে।”

Link copied!