• ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১, ৬ রবিউস সানি ১৪৪৬

রাজনৈতিক ছত্রছায়ার অনলাইনে জুয়া, আটক ৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২২, ০৬:০৫ পিএম
রাজনৈতিক ছত্রছায়ার অনলাইনে জুয়া, আটক ৬

মেহেরপুরে রাজনৈতিক ছত্রছায়ার অনলাইনে জুয়া খেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে জেলার গাংনী উপজেলার উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ। গাংনী থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিদুজ্জামান, উপজেলা ছাত্রলীগকর্মী রবিউল ইসলাম, জুবায়ের হোসেন, বিপুল হোসেন, চঞ্চল হোসেন ও জিয়াউর রহমান। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি সূত্রে জানা যায়, শাহিদুজ্জামানের কার্যালয়ে অনলাইন জুয়া পরিচালিত হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ ও ডিবি যৌথ অভিযান চালায়। অভিযানের সময় তাদের মোবাইলফোনে অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন পাওয়া যায়। পরে আটকদের কাছ থেকে ১৪টি মোবাইলফোন জব্দ করা হয়।

এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, জেলা পুলিশ বেশ কয়েক মাস ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটক করে আসছে। শাহিদুজ্জামানের ব্যক্তিগত কার্যালয় থেকে জুয়া পরিচালিত হচ্ছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় এসব অবৈধ ব্যবসা চলছে বলে অভিযোগ পাওয়া যায়। তাই শাহিদুজ্জামানসহ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।”

 

Link copied!