ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৩, ০১:৪০ পিএম
ফরিদপুরে ডেঙ্গুতে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১১৩

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিশ্বজিৎ সাহা (৫৫) নামের আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে জেলায় মৃত্যের সংখ্যা ১২। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১১৩।  

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক।

এর আগে, সোমবার (১৪ আগস্ট) রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিশ্বজিৎ ভাঙ্গা উপজেলার মনসুরাবাদ গ্রামের সঞ্জয় সাহার ছেলে।

হাসপাতালের পরিচালক ডা. এনামুল হক বলেন, “ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার বিকেলে বিশ্বজিৎ সাহা হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে হাসপাতালে ১১৩ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।” 

জেলার সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান বলেন, “বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪২ জন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ১২৫ জন। হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় এ পর্যন্ত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৯১৩ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৬০ জন।” 

Link copied!