লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনের ধাক্কায় আব্দুল মজিদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর পারুলিয়া রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ আব্দুল মজিদ উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের মৃত কিসামত ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে রেললাইনের ওপর দিয়ে আব্দুল মজিদ ছাগল নিয়ে যাচ্ছিলেন। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা পাটগ্রামগামী একটি কমিউটার ট্রেন ট্রেন তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক সাদাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাতীবান্ধা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জুয়েল রানা বলেন, ট্রেনের ধাক্কায় আহত বৃদ্ধকে হাসপাতাল আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, বিষয়টি রেল পুলিশকে জানানো হলে তারা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।