দিনাজপুরের বিরলে কমিউটার ট্রেনের ধাক্কায় কুদ্দুস আলী (৫৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাঞ্চন রেলওয়ে জংশন স্টেশন সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস আলী উপজেলার বিজোড়া ইউনিয়নের উত্তর বহলা এলাকার সাতাহার গ্রামে জিয়ারুল ইসলামের ছেলে।
দিনাজপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) কাজল চন্দ্র রায় বলেন, “সকাল সাড়ে ১০টায় লালমনির হাট থেকে ছেড়ে আসা বিরলগামী বিরল কমিউটার ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করি। কুদ্দুস আলী সকালের দিকে বাজার করতে বাড়ি থেকে বের হন। পথে কাঞ্চন জংশন সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মৃত্যু বরণ করেন।”
কাজল চন্দ্র আরও বলেন, “পরিবারের কাছে জানতে পেরেছি তিনি কানে কম শুনতেন। এই ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”