• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীকে হত্যা, একজনের আমৃত্যু কারাদণ্ড


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩, ০৬:২২ পিএম
জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীকে হত্যা, একজনের আমৃত্যু কারাদণ্ড

জামালপুরে জমি নিয়ে দ্বন্দ্বে প্রতিবেশীকে হত্যা মামলায় আবু বক্কর নামের একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সাত আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সুলতান মাহমুদ এই রায় দেন।

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবুল কাশেম জানান, মেলান্দহ উপজেলার শাহাজাদপুর মধ্যপাড়া গ্রামে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে ২০১৩ সালের ২৯ জুন আনতাজ আলীকে তার বাড়িতে এসে মারধর করেন প্রতিবেশী আবু বক্কর ও তার লোকজন। পরদিন তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহত আনতাজ আলীর স্ত্রী পিয়ালা বেগম বাদী হয়ে মেলান্দহ থানায় ৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলায় আবু বক্করকে প্রধান আসামি করা হয়। অন্য আসামিরা হলেন আবু বক্করের বড় ভাই আবু তাহের, ছোট ভাই মোজাম্মেল, স্ত্রী খুশি বেগম, মা তারা বানু, আবু তাহেরের স্ত্রী রিক্তা বেগম, মোক্তার হোসেন ও ফজলু।

পরে ২০১৩ সালের ৭ অক্টোবর ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। দীর্ঘ ১০ বছর বিচারের পর ১১ জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে আসামিদের উপস্থিতিতে বুধবার মামলার রায় ঘোষণা করেন আদালত।

Link copied!