চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি হত্যা মামলার পলাতক আসামি মো. জসিম ওরফে দিদারুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (৯ সেপ্টেম্বর) নগরের চান্দগাঁও থানার খাজা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জসিম রাঙ্গুনিয়া উপজেলার পশ্চিম নিশ্চিন্তপুর এলাকার মৃত মেহেরুজ্জামানের ছেলে।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক তাপস কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাপস কর্মকার বলেন, “গ্রেপ্তার জসিম দীর্ঘ ২৬ বছর ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়িয়েছেন। শনিবার এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। আইনানুগ প্রক্রিয়া গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”