• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

রাঙ্গামাটিতে পাহাড়ধস, সড়ক যোগাযোগ বন্ধ


রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০২:১১ পিএম
রাঙ্গামাটিতে পাহাড়ধস, সড়ক যোগাযোগ বন্ধ

কয়েক দিনের টানা ভারী বৃষ্টিপাতে রাঙ্গামাটিতে পাহাড় ধসে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ি উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) সকালে বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কের ১৬ কিলোমিটার বলপেইয়া আদাম এলাকায় পাহাড় থেকে সড়কে মাটি ধসে পড়ে ও দীঘিনালা উপজেলার জামতলী সেতু ভেঙে গেছে।

এ ছাড়া টানা বৃষ্টিতে কাচালং নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে উপজেলার বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বিষয়টি নিশ্চিত করে বলেন, সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে সড়ক বিভাগ কাজ করছে। বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রশাসনসহ প্রতিনিধিরা তৎপর রয়েছেন।

খাগড়াছড়ি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!