মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের জুগিটিলা গ্রামের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে কাউন্টার টেররিজম ইউনিট। এ সময় জঙ্গি সন্দেহে ৪ পুরুষ ও ৪ নারীকে আটক করা হয়।
শনিবার (১২ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান।
এর আগে, শুক্রবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টা থেকে বাড়িটি ঘিরে রাখা হয়।
কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুহিবুল ইসলাম বলেন, “পূর্ব টাট্টি উলি গ্রামের বাইশালী বাড়ি এলাকায় টিলার ওপর নতুন নির্মাণ হওয়া একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় জঙ্গি সন্দেহে ৮ জনকে আটক করা হয়েছে।”
পুলিশ সুপার মাহমুদুল হাসান বলেন, “কুলাউড়া থানায় দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় সিটিটিসি। এ সময় ৮ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”