• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ফরিদপুরে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৮:৪৭ পিএম
ফরিদপুরে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন

চার দফা দাবি আদায়ের লক্ষ্যে ফরিদপুরে ম্যাটসের (মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। সোমবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে এ কর্মসূচি পালন করেন তারা।

চার দফা দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, এ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অবিলম্বে মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন এবং দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার ব্যবস্থা।

ম্যাটস ফরিদপুরের তৃতীয় বর্ষের ছাত্র জিহাদুর রহমানের সভাপতিত্বে ম্যাটস ফরিদপুরের ছাত্র-ছাত্রীরা এ কর্মসূচি পালন করেন।

দাবিগুলোর যৌক্তিকতা তুলে ধরে বক্তব্য রাখেন, ম্যাটসের দ্বিতীয় বর্ষের ছাত্র হাবিবুর রহমান, তৃতীয় বর্ষের ছাত্র আবু সুফিয়ান আহমেদ ও তৃতীয়  বর্ষের ছাত্র এ এস এম সাজ্জাদ। এ সময় ম্যাটসের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

বক্তারা তাদের দাবিগুলো অবিলম্বে বাস্তবায়ন করতে সরকারের কাছে অনুরোধ রাখেন। অন্যথায় তাদের চলমান ক্লাস বর্জন ছাত্র ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দেন।

Link copied!