• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ৩০ পৌষ ১৪৩০, ১৪ রজব ১৪৪৬

ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে দেখে অনেকে দ্রুত নির্বাচন চায় : নুর


পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৪, ০৬:৪০ পিএম
ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে দেখে অনেকে দ্রুত নির্বাচন চায় : নুর

অনেকের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে দেখে তারা দ্রুত নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (১ ডিসেম্বর) গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা আয়োজিত ‘জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জন-আকাঙ্ক্ষার রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

নুরুল হক বলেন, “বর্তমান সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। ডান, বাম, বিএনপি, জামাতসহ সব রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে। অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজ মাফিয়াদের দমন করছে। তাদের ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের অবস্থান ধরে রাখতে তারা দ্রুত নির্বাচন চায়। যাতে তড়িঘড়ি করে ক্ষমতায় বসে আবারো ফ্যাসিবাদ কায়েম করতে পারে।”

নুরুল হক বলেন, “আগে রাষ্ট্রসংস্কার ও জন-আকাঙ্ক্ষা পূর্ণ করতে হবে। পরে নির্বাচনের কথা ভাবতে হবে।”

অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে ডাকসুর সাবেক এই ভিপি বলেন, “দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ হচ্ছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। তাই জনগণের ক্ষোভ বাড়ছে। এ বিষয়গুলো দেখার পাশাপাশি প্রশাসনের অনেকে আবার মাথাচাড়া দিয়ে উঠছে, সেদিকে নজর দিতে হবে।”

গন অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে সভায় কেন্দ্রীয়, জেলা, উপজেলা, ইউনিট নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় শহরের শতাধিক সনাতনী পরিবার নুরুল হক নুরকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে গণ অধিকার পরিষদে যোগ দেন।

Link copied!