• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৩, ১২:৩৮ পিএম
কক্সবাজার সৈকতে ভেসে এলো মানুষের কঙ্কাল
কক্সবাজার সমুদ্র সৈকত

ঢেউয়ের সঙ্গে কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি মানব কঙ্কাল। রোববার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের ডায়াবেটিস পয়েন্টে কঙ্কালটি ভেসে আসে।

স্থানীয়রা জানায়, সকালে জেলেরা সৈকতে মাছ শিকারে গেলে আবর্জনার সঙ্গে পরিত্যক্ত অবস্থায় একটি কঙ্কাল দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

ঘটনাস্থলে যাওয়া কক্সবাজার টুরিস্ট পুলিশের পরিদর্শক গাজী মিজান জানান, স্থানীয় কয়েকজন জেলে সকালে মাছ শিকার করতে গেলে আবর্জনার সঙ্গে একটি কঙ্কাল দেখতে পেয়ে খবর দেন। ধারণা করা হচ্ছে এটি কোনো যুবকের কঙ্কাল। তবে এই কঙ্কাল কোথায় থেকে এসেছে তা এখনো জানা যায়নি।

এর আগে গত ১৫ জুন কক্সবাজারের ইনানী সমুদ্রসৈকতে মাথা বিচ্ছিন্ন এক অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। আর আগের দিন, অর্থাৎ ১৪ জুন টেকনাফে মেরিন ড্রাইভ সংলগ্ন সমুদ্র সৈকত থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স আনুমানিক ৩৫ বছর বলে জানিয়েছিল পুলিশ। তবে তারও পরিচয় শনাক্ত করা যায়নি।

 

 

Link copied!