• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন


নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৬:৫২ পিএম
নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

নড়াইলে মাদক মামলায় তরিকুল ইসলাম নামের এক মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নড়াইল অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ রায় দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত তরিকুল ইসলাম যশোরের মনিরামপুর থানার শ্যামকুর গ্রামের মৃত নেছার আলী সরদারের ছেলে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ২৮ ডিসেম্বর দুপুর দেড়টার দিকে নড়াইলের কালিয়া থানাধীন পেড়লী গ্রামের ফাজেল মোল্যা রোড থেকে দুই ব্যাগে ৬০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ তরিকুলকে আটক করা হয়। এ ঘটনায় কালিয়া থানায় একটি মাদক মামলা করে পুলিশ। পরে পুলিশ তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হওয়ায় দেন আদালত এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

Link copied!