• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

যুবলীগ নেতার মারধরের শিকার ছাত্রলীগ নেতা


রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৩, ১২:৩৬ পিএম
যুবলীগ নেতার মারধরের শিকার ছাত্রলীগ নেতা

রাজশাহীর মোহনপুর উপজেলায় সজীব ইসলাম দুর্জয়কে মারধরের অভিযোগ উঠেছে এক যুবলীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে মোহনপুর উপজেলার ত্রিমোহনী মোড়ে মারধরের ঘটনা ঘটে।

ভুক্তভোগী দুর্জয় মোহনপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। অভিযুক্ত যুবলীগ নেতার নাম আশরাফুল ইসলাম। তিনি উপজেলার মৌগাছি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

এ ঘটনায় আশরাফুল ইসলামের বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ করেছেন দুর্জয়।

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাজশাহী জেলা যুবলীগের সম্মেলনে সাধারণ সম্পাদক প্রার্থী মেরাজুল ইসলাম মেরাজের পক্ষে দুর্জয় নেতাকর্মী নিয়ে সম্মেলনে যান। তারপর থেকে আশরাফুল ইসলামসহ তার লোকজন বিভিন্নভাবে দুর্জয়কে হুমকি দিতে থাকে।

বৃহস্পতিবার বিকেলে মোহনপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে নেতাকর্মী নিয়ে যাওয়ার সময় ত্রিমোহনী মোড়ে পৌঁছালে আশরাফুল ইসলাম তার লোকজন দুর্জয়কে মারধর করেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল বলেন, মারধরের বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!