নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে প্রকাশ চন্দ্র রায় (৫৫) নামের এক সহকারী তথ্য অফিসার নিহত হয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলার দেবীর ডাঙ্গা সড়কের রেল ঘুমটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রকাশ নীলফামারী পৌরসভাধীন দেবীর ডাঙ্গা এলাকার মৃত. লাল মোহন বর্মণের ছেলে। তিনি জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অনেকটা সময় তিনি রেললাইনে হাঁটাহাঁটি করেন। ট্রেন আসার কিছুক্ষণ আগে তিনি লাইনের ওপর বসে পড়েন। আশপাশের লোকজন ডাকলেও তিনি সাড়া দেননি। এমন অবস্থায় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। পরে পুলিশ প্রকাশ চন্দ্রের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে সৈয়দপুর রেলওয়ে থানার উপপরিদর্শক মেহেদী হাসান বলেন, “পরিবারের তথ্য মতে প্রকাশ চন্দ্র মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। চিকিৎসার জন্য তার অফিস থেকে ছুটি নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল।”
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, “মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”