• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

‘আগামীতে কোনো কর্মসূচিতে পুলিশের অনুমতি নেব না’


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৯:৩৯ পিএম
‘আগামীতে কোনো কর্মসূচিতে পুলিশের অনুমতি নেব না’

আগামীতে কোনো কর্মসূচিতে পুলিশের অনুমতি নেবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, “অনুমতির প্রয়োজন নেই। জনগণের রাস্তায় জনগণ বসে থাকবে। কেউ উঠাতে পারবে না।”

১৫ দিনের কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গীতে গাজীপুর মহানগর বিএনপি এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, আর এখন গণতন্ত্রের জন্য যুদ্ধ করছি। জনগণের টাকায় জনগণের বুকে আর একটি গুলিও চালাবেন না। জনগণ আমাদের সঙ্গে আছে, পুলিশ এসপি আমাদের কিছু লাগবে না।”

টঙ্গী কলেজ গেট চেয়ারম্যান বাড়ি রোডে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেনর সরকার এবং সঞ্চালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করীম রনি।

Link copied!